প্রথম ডেক্স –
ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজানে ত্রাণ বিতরণ শেষে আজ আনোয়ারা সৎসঙ্গ বিহার পরিদর্শন করেছেন সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক সুব্রত আদিত্য।
তিনি আজ (২৭ আগষ্ট ) মঙ্গলবার বিকেলে আনোয়ারা উপজেলার সৎসঙ্গ বিহারে এসে পৌঁছান। এর আগে তিনি বাংলাদেশ সৎসঙ্গের পক্ষ থেকে চট্টগ্রামের ভয়াবহ বন্যায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি ঐদিন বিকেলে আনোয়ারার সৎসঙ্গ বিহার পরিদর্শন করতে আসেন।এসময় তিনি বিহার প্রাঙ্গণে এসে উপস্থিত হলে তাকে স্বাগত জানান সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলার সভাপতি ভূপাল ধর ও সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস।
এসময় তিনি বিহারের সবদিকে ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব,চট্টগ্রাম সৎসঙ্গ বিহারের সভাপতি তিমির সেন,আনোয়ারা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক রুপন দত্ত, আরো উপস্থিত ছিলেন সঞ্জয় পাল,শুভ,অনুপম, বাদল স্যার,মিন্টু সিকদার,সুজন সরদার,শিবু দাশ,বাবু চৌধুরী, দয়াল দে বিপ্লব দে নয়ন সহ আরো অনেকে।