অনূর্ধ্ব-২০ দলে বাংলাদেশের মূল গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি। ফাইনালে তার জায়গায় খেলবেন ভারতের বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক মোহাম্মদ আসিফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার সাবেক জাতীয় ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম। তিনি কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও চোখের নিচে আঘাত পেয়েছে। এখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সার্জারি প্রয়োজন। আমরা কাঠমান্ডুতে তা না করে ঢাকায় করতে চাই। কাল রাতে হাসপাতালেই ছিল। এখন আমরা এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজ না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। শ্রাবণের জায়গায় এখন ফাইনালে আসিফ খেলবে। এখন একজন গোলকিপারের চোট নিয়ে তো কিছু করার নেই।’