রুপন দত্ত –
আনোয়ারা সর্দার পাড়া লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে যুগাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।
গত ২৬ই আগষ্ট সোমবার কৃষ্ণ পূজা, গীতা পাঠ, সন্ধ্যা আরতি, প্রদীপ প্রজ্বলন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
পূজায় পৌরোহিত্য করেন সুজন চক্রবর্তী, জ্যোতিশ্বরানন্দ গীতা বিদ্যা নিকেতনের ছাত্রছাত্রীদের পরিচালনায় – স্বাগত বক্তব্যে সভাপতি রুবেল দাশ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানান সকলকে। তিনি বলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও সত্য – ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। বর্তমান সময়ে মানুষে মানুষে হিংসা, বিভেদ ভুলে ধর্মের আদর্শকে ধারণ করেই আমাদের এগোতে হবে।