সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক
নওগাঁ জেলার ধামরহাটের, চন্দ্রকোলা গ্রামের শ্রী জিতেন্দ্রনাথ সাহার স্ত্রী শ্রীমতি ঝর্ণা রানী সাহার জোতরাম ও চন্দ্রকোলা মৌজার বিভিন্ন দাগে, ৯১৬ শতক জমি জাল জালিয়াতির মাধ্যমে গ্রাস করার অভিযোগ উঠেছে, উপজেলার জোতরাম গ্রামের মৃত: জামাল উদ্দিনের তিন পুত্র যথাক্রমে ১।এন এস আই মোঃ মামুনুর রশিদ (মামুন) ২। মোঃ মাসুদ ৩। মোঃ মোস্তাফিজারগনের বিরুদ্ধে।
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের একটি প্রতিনিধি দল গত (২৩ আগস্ট ২০২৪)
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় সংখ্যালঘুদের সমস্যা সম্পর্কে তদন্তে গেলে সেখানে প্রতিনিধি দলের নিকট ঝর্না রানী সাহা আবেদন করে কান্না বিজড়িত কন্ঠে তার সমস্যার কথা বলেন যে, তার মালিকানা জমি এন এস আই ভুয়া দলিল পত্র দেখিয়ে জোর পূর্বক দখল করে নিয়েছে এবং এন এস আই তাকে ভয়ভীতি দেখিয়ে উক্ত গ্রাম থেকে বিতারিত করেছে, ঝরনা রানী প্রানভয়ে বর্তমানে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়ারবাড়ী গ্রামে তার স্বামীর জন্মস্থান গ্রামের বাড়ীতে অবস্থান করছেন।
ঝর্না রানী সাহা আরও জানান যে, এন এস আইয়ের উক্ত দুই মৌজার কিছু লাঠিয়াল বাহীনি ও ভূমিদস্যু লোকজন তাহার নিজ নামীয় খারিজকৃত, ৯১৬ শতক সম্পত্তির জাল দলিল সৃষ্টি করে, আইন আদালতের তোয়াক্কা না করে, পেশি শক্তির মাধ্যমে সম্পত্তি গুলি দখল করে নিয়াছে। জমি দখলকারী ভূমিদস্যু গনের বিরুদ্ধে নওগাঁর আদালতে ২০১৭ সালে দুই মৌজার মোট ৩১ জনকে বিবাদী করে পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করেন। মামলা নং- ২০৮/১২০ (সি)/১৭ এবং ২০৯/১৬১ (সি)/১৭। বর্তমানে মামলা দুইটি বিচারাধীন আছে, এই দুইটি মামলায় আদালতের নির্দেশ ক্রমে জাল দলিল বিষয়ে ফরেন্সিক বিভাগের অনুসন্ধান অনুযায়ী নওগাঁ জেলার সি আই ডি’র দুইজন কর্মকর্তা আলাদা আলাদা ভাবে দুইটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তদন্ত কর্মকর্তাগণ তদন্ত রিপোর্টে উল্লেখ করেন যে, বিবাদীদের অপরাধ প্রাথমিক ভাবে সত্য বলে প্রতিয়মান হইয়াছে। ইতি মধ্যে ৩১ জন আসামীর মধ্যে ১৫ জন আসামী হাজত বাস করেছেন। বর্তমানে উক্ত ১৫ জন হাজত বাস আসামী জামিনে আছে।
ইতি পূর্বে ঝর্না রানী সাহা ন্যায় বিচারের স্বার্থে সরকারি বিভিন্ন দপ্তরে এবং মানুষের দারে দারে ঘুরেও কোন প্রতিকার পাননি। প্রতিকার নাপেয়ে, উক্ত ঘটনার বিষয়ে গত (১৪ আগস্ট ২০২৪) সংবাদ সম্মেলন করেন এতেও কোন প্রতিকার নাপেয়ে, সম্পত্তি হারিয়ে নিরুপায় ও দিশেহারা হয়ে পড়েছেন, উক্ত ঘটনার বিষয়ে বি ডি এম ডাব্লুর সভাপতি রিপোর্টার কে জানান।
বি ডি এম ডাব্লুর সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।