তবে এদিন শক্ত হাতে হাল ধরেন লিটন-মিরাজ জুটি। সপ্তম উইকেটে এই জুটি রেকর্ড ১৬৫ রান করে। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা। মিরাজ ১২৪ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি।এরপর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লিটন রানের চাকা ঘোরাতে থাকেন। এরই মধ্যে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক। তবে আগা সালমানকে লঙ অনের ওপর দিয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিক মতো না হওয়ায় তা চলে যায় সিয়াম আইয়ুবের হাতে। ২২৮ বলে ১৩টি বাউন্ডারি ও চারটি ছক্কায় লিটন করেন ১৩৮ রান।
পরে ৫১ বল খেলা হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত থাকলেও তাসকিন, নাহিদ তেমন কোনো রান যোগ করতে পারেন নাই। বাংলাদেশের ইনিংস গিয়ে থামে ২৬২ রানে। ১২ রানে পিছিয়ে থাকে শান্তরা।
এদিন পাকিস্তানি বোলারদের মধ্যে রীতিমতো ত্রাসের সৃষ্টি করেন খুররাম শেহজাদ। নেন ছয়টি উইকেট।
প্রথম/আরডি