‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। এটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ কনটেন্ট দুটি দর্শক পছন্দ করেছে। এই সিনেমাটি নিয়েও আশাবাদী এই পরিচালক।পরিচালক রবি বলেন,” সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। আমার অন্য কনটেন্টগুলোর মত এটিও দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। এর বেশি কিছু বলার নেই এখন। এই ফিল্মটি দিয়ে দর্শক মনে স্বস্তি ফিরুক এটাই চাওয়া।” মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।
চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রেজেক্টর তিনটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
প্রথম/আরডি