আদালত প্রতিবেদক
ব্যবসা প্রতিষ্ঠান “সিবিএস এর কর্ণধার” শাওন দত্তের বিরুদ্ধে সমন জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত । গত ১৫ আগষ্ট এই সমন জারি করা হয় এবং আগামী ১৯ সেপ্টেম্বর সশরীরে অথবা উকিলের মাধ্যমে আদালতের হাজিরের নির্দেশনা প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান সিবিএস কর্নধার শাওন দত্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান টিভি ট্রেডার্স এর কর্ণধার দীপ্ত দাসের নিকট থেকে ২৫ লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করে। শাওন দত্ত উক্ত টাকা পরিশোধ এর জন্য গত ৮ এপ্রিল একটি চেক প্রদান করে । গত ৯ মে প্রাইম ব্যাংকের জুবলি রোড শাখায় টাকা নগদায়নের জন্য চেকটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে উক্ত চেকটি ব্যাংক কর্তৃপক্ষ
Payment Stopped by Drawer ” হিসেবে ফেরত প্রদান করে । এর প্রেক্ষিতে দীপ্ত দাস উকিল মারফত ব্যবসায়িক প্রতিষ্ঠান “সিবিএস এর কর্ণধার” শাওন দত্তের নিকট গত ১৬ মে উকিল নোটিশ প্রদান করে এবং শাওন দত্ত উকিল নোটিশ ২০শে মে গ্রহণ করে । উক্ত উকিল নোটিশে , নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে পাওনা টাকা প্রদান এর নির্দেশনা থাকলেও শাওন দত্ত তা করেননি।
প্রথম /আরডি