তার সঙ্গে ৯ রানে অপরাজিত আছেন সাদমান। তবে চা বিরতির পর এক ওভার শেষেই খেলা বন্ধ করতে হয়েছে মাঠের দুই আম্পায়ারকে। ইচ্ছাকৃত নয়, বাধ্য হয়ে। শুরুতে আলোকস্বল্পতায় খেলা বন্ধ করতে হয়।তবে কিছুক্ষণ পরেই বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়ারদ্বয়। সেই শঙ্কা রাওয়ালপিন্ডি টেস্টের শুরু থেকেই ছিল। বৃষ্টিতে তো প্রথম দিন পরিত্যক্তই হয়েছিল। পরে শঙ্কা ছিল বাকি দিনগুলোতেও বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।
বাংলাদেশ বিনা উইকেটে ৪২ রান নিয়ে আগামীকাল শেষ দিনের খেলা শুরু করবে। আগামীকাল পঞ্চম দিনের খেলা শুরু হবে ১০টা ৪৫ মিনিটে।
বৃষ্টির কারণে চার সেশন নষ্ট হওয়ায় খেলার সময় এগিয়ে নেওয়া হয়েছে। জয়ের জন্য বাংলাদেশকে আরো ১৪৩ রান করতে হবে।
প্রথম/আরডি