রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল রেললাইনের পাশে একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ হাসান ওই এলাকার পান ব্যবসায়ী ইছহাক সওদাগরের ছেলে।
তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- জুবাইর ও বাবু ।
জানা যায়, হাসান চুনতি বাজারে তার বাবার সাথে পানের ব্যবসা করতেন। গত ১২ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। রোববার রাতে স্থানীয়রা পচা গন্ধ পেয়ে ঘটনাস্থলে হাসানের মরদেহ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দেওয়া হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রথম/আরডি