মো আবদুল করিম সোহাগ – ঢাকা #
অবশেষে শুক্রবার করেও যাত্রী পরিবহন শুরু করল মেট্রো রেল। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে এই যাত্রা শুরু হল। প্রথম দিনই যাত্রীতে পূর্ণ ছিল মেট্রো ট্রেন। বিশেষ করে উত্তরামুখি ট্রেনে যাত্রীর চাপ ছিল খুব বেশি।
এদিন প্রথম ট্রেনটি শাহাবাগ পাড়ি দেওয়ার পর আগারগাঁও ও বিজয় স্মরণি স্টেশন থেকে ভিড়ের কারণে অনেক যাত্রী উঠতে পারেননি।
তবে অন্যান্য স্টেশনের তুলনায় কাজীপাড়া স্টেশনে যাত্রীর চাপ ছিল খুবই কম। শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার শিকার হওয়ার পর আজই প্রথম এই স্টেশনে যাত্রী পরিবহন শুরু হয়। পূর্বের ন্যায় কাজীপাড়া স্টেশনে তেমন যাত্রী উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
সরেজমিনে দেখা যায়, আজ বিকেল সাড়ে তিনটার কিছুটা পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের মূল ফটক খোলা হলে যাত্রীরা দ্রুত স্টেশনে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন। মুহূর্তের মধ্যেই স্টেশনের টিকিট কাউন্টারে একক যাত্রার টিকিট প্রত্যাশীদের সারি দীর্ঘ হয়। শুক্রবার করে মেট্রো টেন চালুর প্রথম দিন আজ মতিঝিল থেকে ট্রেন ছেড়েছে বিকেল তিনটা ৫০ মিনিটে। সেই ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় এসে পৌঁছায় ৬ মিনিট পর।
দীর্ঘ সময় পর চালু হওয়ার কারণে কাজীপাড়া স্টেশন ঘুরে দেখা হয়েছে। টিকিট সংগ্রহের মেশিন ও প্রবেশের স্বয়ংক্রিয় দরজা সবই কাজ করছে। ভাংচুরের তেমন কোনো চিহ্ন নেই। তবে কিছু ক্ষেত্রে বিদ্যমান জায়গা খালি দেখা গেছে। কিছু সরঞ্জামে ঘাটতি দেখা গেছে।
এদিকে ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়াতে খুশি সাধারণ যাত্রীরা। আজ বিকেল সাড়ে তিনটায় দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে। মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ৫০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
সরেজমিনে আরো দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মজীবী সাধারণ যাত্রী নেই বললেই চলে। তবে যারা মেট্রোতে যাত্রা করেছেন বেশিরভাগই ঘুরতে আসা যাত্রী। পরিবার-পরিজনদের নিয়ে ঘুরতে এসেছেন মেট্রো রেলে।
প্রথম /আরডি