মো আবদুল করিম সোহাগ -ঢাকা :-
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। ইদানীং মনোযোগ দিয়েছেন ব্যবসায়।
২০২২ সালে রাজধানীর গুলশানে ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেন সানী-মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন। সে বছরই ডিসেম্বরে রাজধানীর আফতাব নগরীতে চালু হয় এর দ্বিতীয় শাখা। এরপর সাভারেও আরও একটি শাখা খোলা হয়।
তারই ধারাবাহিকতায় এবার ধামরাইয়ের বাথুলীতে ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ নামে আরও একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার খুলেছেন সানী-মৌসুমী। গতকাল শুক্রবার ধামরাইয়ের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এটি উদ্বোধন করেন ওমর সানী।
তিনি বলেন, ‘অনেকেই বলেছিলেন, “আপনারা শুধু শহর-ভিত্তিক রেস্টুরেন্ট করেন, এদিকটায় করেন না”। সেই চাহিদার কথা মাথায় রেখেই এটা করা। আশা করি, আপনারা এলাকাবাসী পাশে থাকবেন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে।
মৌসুমী বলেন, ‘রেস্টুরেন্টে ওমর সানী প্রচুর সময় দেয়। ও অনেক ভালোবাসে কাজ করতে। রেস্টুরেন্ট তার ভালোবাসার জায়গা। তাকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন। দেখা হবে, আড্ডা হবে। আমন্ত্রণ রইল।’
মৌসুমীর ভিডিওবার্তার শেষদিকে রেস্টুরেন্টটি নিয়ে কথা বলেন ওমর সানীও। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে আছি বাথুলীতে। বাথুলী ধামরাইতে। একদম মেইন রোডে, হাইওয়েতে আমরা চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি। আপনারা আসবেন, এটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই আসবেন। সবাইকে নিয়ে আসবেন।’
প্রথম / আরডি