দিনাজপুর প্রতিনিধি -
দিনাজপুরে এক আদিবাসী নারীকে খুন করেছে দুর্বৃত্তরা। আর এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সভাপতি এ্যাড. রবীন্দ্র ঘোষ।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর ) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ৩ নং খানপুর ইউনিয়নে সুরেশ পাহানের স্ত্রী চৈতি পাহানকে অজ্ঞাত দুষ্কৃতীকারীরা খন করেন ।
তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আর এটি গ্রাউন্ড জিরো লেভেলে তদন্ত করছে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ( বিডিএমডব্লিউ)। নিহতের বোন অভিযুক্তের নাম উল্লেখ না করে বীরগঞ্জ থানায় একটি এফ আই আর দায়ের করেছেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ বলেন, এই মহিলার জঘন্য হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নিয়ে আমি বীরগঞ্জ থানার ওসিকে ফোন করি। এসময় তিনি বলেন, অজ্ঞাত দুষ্কৃতীরা অসৎ উদ্দেশ্য নিয়ে সম্ভবত ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছে এবং হত্যা করেছে। রবীন্দ্র ঘোষ খুনের মোডাস অপারেন্ডি সম্পর্কেও জানতে চেয়েছেন, তবে পুলিশ বলেছে ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে। তার মামলা এখন তদন্তাধীন। তিনি এই এফআইআর-এর কপি সংগ্রহ করেছেন এবং তদন্ত শুরু করেঋেন বলেও জানান।
রবীন্দ্র ঘোষ আরো বলেন, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এই সংখ্যালঘু নারীর হত্যাকাণ্ডের জন্য অত্যন্ত উদ্বিগ্ন এবং হত্যার জন্য দায়ী অপরাধীদের চিহ্নিত করে ন্যায়বিচারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
প্রথম / আরডি