আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার :-
কুড়িগ্রামের ফুলবাড়ীর দক্ষিণ অনন্তপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথের পুত্র শ্রী অর্জুন চন্দ্র এর অপহৃত নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, অর্জুন চন্দ্র এর স্কুল পড়ুয়া নাবালিকা কন্যাকে গত (১৮ সেপ্টেম্বর) প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে মেয়েকে অনেক খুজাখুজি করে না পেয়ে গত (১৯ সেপ্টেম্বর) অর্জুন চন্দ্র বাদী হয়ে ফুলবাড়ী থানায় ৪ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন, মামলা নং ১০, জি আর ১৯৩ ।
আসামিরা হলেন, উপজেলার মৃত আব্দুল হালিমের পুত্রদ্বয় আলিনুর রহমান (৩৫), আল আমিন (৩৮), কন্যা মোছাঃ রাশেদা বেগম (৪০), মন্টু শেখের পুত্র আব্দুল হানিফ (৪৪)।
মামলা দায়েরের পর বি ডি এম ডাব্লুর তৎপরতায় পুলিশ অভিযান পরিচালনা করে এক দিনের মধ্যেই স্কুল ছাত্রীকে উদ্ধারসহ ১ নং আসামিকে গ্রেফতার করেছে এবং ১ নং আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেন আর নাবালিকা স্কুল ছাত্রী কে রাজশাহীতে নিরাপদ হেফাজতে পাঠান।
বি ডি এম ডাব্লুর সভাপতি পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে উক্ত ঘটনার বিষয়ে কথা বলেছেন। ওনারা বলেছেন ন্যায় বিচারের স্বার্থে আমরা একনিষ্ঠ ভাবে কাজ করে যাব।
বি ডি এম ডাব্লুর সভাপতি, নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ কতৃপক্ষের প্রশংসা করেছেন এবং অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রথম / আরডি