আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা –
চট্টগ্রামের আনোয়ারায় হাসিনা সরকারের পতনের পর বারশতের এক পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার রমজান আলী (৭০) তার পুত্র মোহাস্মদ আলী (৫০)সহ বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। বর্তমানে তাদের উচ্ছেদ করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। তাই জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতের আঁধারে আমাদের পৈতিক জমিতে দক্ষিণ বন্দর মহাল খান বাজার এলাকার রমজান আলী (৭০) তার পুত্র মোহাস্মদ আলী (৫০), ভাতিজা মোহাম্মদ শাকিল (২২), মোহাম্মদ হালিম (২০), মোহাম্মদ কবির (৫২), মোহাম্মদ খোকন (৩৫)সহ ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ১৪ শতক জোরপূর্বক দখলে নিয়ে নেন। অথচ স্বাধীনতা যুদ্ধের পর থেকে জমিটি আমরা ভোগদখলে রয়েছি এবং আমাদের দোকানপাটও রয়েছে। সরকারের পতনের পর এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা ও সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে জমিটি দখলে নেয় এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় কর্ণফুলী থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ে করা হয়। বর্তমানে আমাদের উচ্ছেদ করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। তাই জীবনের নিরাপত্তা ও বেদখলকতৃ জমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুল ছোবহান (৬৫), তার স্ত্রী মোছাম্মৎ করিমুল নেচ্ছা বেগম (৫৫), কন্যা বিলকিস নাহার সুমি, পুত্র মোহাম্মদ হানিফ, আবদুল্লাহ আল নোমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেন বলেন, “খবর নিয়ে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।
প্রথম / আরডি