সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, বন্দরের টাগ কাণ্ডারী ২, ৩, ৪, ৮ ও ১০ এবং বাংলাদেশ নৌবাহিনীর টাগ SHIBSA আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন নেভানো নিশ্চিত করে ট্যাংকারটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে দুই জন পাইলট পাঠানো হয়েছে।
তিনি জানান, জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ট্যাংকারটির ভারসাম্য রক্ষা করে নিরাপদে বার্থিংয়ের চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে মো. কফিল উদ্দিন জানান, কর্ণফুলী নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়:০১.১২ পি এম ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
প্রথম/আরডি