আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় দেয়াং পাহাড়ে অবস্থান করা হাতির আক্রমণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। তাই এবার হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে দেয়াং পাহাড়ে অবস্থান করা এসব হাতি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
রবিবার (০৬ অক্টোবর) এলাকাবাসীর পক্ষ থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিক সুমন শাহ, ফরহাদুল ইসলাম, নেজাম উদিন, কাজী আব্দুল্লাহ, আফজল শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় – ৮.২২ পিএম, ৬ অক্টোবর ২০২৪
প্রথম / আরডি