ইয়াসির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের হিলিতে ৫ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজার উপলক্ষে চন্ডিপুর সার্বজনীন মন্দির পরিদর্শন ও মতবিনিময় করছেন।
মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাসহ দিনাজপুর ৬ আসনের অন্যান্য এলাকারও কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপি নেতা আব্দুল খালেক,
হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের সদস্য সচিব আলীমর্তুজা সরকার সহ
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সহ,
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির সুপথ শীল, অলক কুমার বসাক মিন্টু ও হিন্দু সম্প্রদায়ের লোকজন, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়-৭.১৭ পিএম,৬