তফসিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আমরা আজ সবকিছু নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় তফসিল ঘোষণা করা হবে। '
বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ। নিজের নির্বাচন পরিচালনার অতীত অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'আমি যখন প্রথম বাফুফের নির্বাচন কমিশনার হলাম তখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। তখন দায়িত্ব পালন করেছিলাম, এর পর বাকি নির্বাচনে সরকার ছিল। সেখানে নির্বাচন কমিশন প্রভাবিত হয়নি। তবে প্রার্থীরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন এটা আপনারাও জানেন। '
' শেষ চার নির্বাচনেই সালাউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। এবার আর একই মানুষ নির্বাচিত হচ্ছে না। আমাকে এই নিয়ে কথা শুনতে হবে না। '
বাংলাদেশ সময়:১০.২৩ এএম, অক্টোবর ৭, ২০২৪
প্রথম/আরডি