আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি :-
আনোয়ারায় প্রথমবার একসাথে মামলার আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তাদের সাথে আছে আরো প্রায় তিনশ জনের কাছাকাছি। দুজন দুই বলয়ের রাজনীতিবিদ হলেও আসামি হলেন একসাথে।
গত সোমবার (৭ অক্টোবর) উভয় গ্রুপের প্রায় তিনশর কাছাকাছি নেতাকর্মীর বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলাটি করেছেন তৌহিদ মিয়া (৩৪) নামের একজন বিএনপির নেতা।
জাবেদ ওয়াসিকার পাশাপাশি অন্য আসামিরা হলেন— সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক ভূমিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না,উপজেলার আরো দশজন বর্তমান ইউপি চেয়ারম্যান, সাবেক সাবেক কয়েকজন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সুগ্রীব মজুমদার দোলন, বুরহান উদ্দিন চৌধুরী মুরাদ, জসিম উদ্দিন, আবদুল মালেক, সাহাব উদ্দিন, হাফেজ কাসেম, আলী আব্বাস, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু,মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক শামিমুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (সাবেক আনোয়ারা কলেজ ছাত্রলীগ নেতা), উপজেলা শ্রমিকলীগ নেতা মামুনুর রশীদ সহ এজহারে নাম উল্লেখ করা ১১২ জন এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২০ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫০০/৬০০ শতাধিক নেতাকর্মী পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড়ে সমাবেশের জন্য সমবেত হলে সেখানে এজাহারে উল্লেখ করা আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে। হামলায় প্রায় ২০ জন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়। এসময় বাদী তৌহিদ মিয়াসহ আরো একজনকে পাহাড়ে নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরে তারা।
এ বিষয়ে মামলার বাদী তৌহিদ মিয়া বলেন, এতোবছর স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকায় এবং দলীয় লোকজনের নির্যাতন ও নিপীড়নের ভয়ে পালিয়ে থাকায় ঐসময় এজাহার দায়ের করতে পারিনি। এখন দেশে ফ্যাসিস্ট এর পতন হয়েছে এবং দেশে ন্যায় বিচার পাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।তাই উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ-প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের উপর সহিংসতার মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার সব আসামিদের নাম -
মামলার আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ(৫৬),২। সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান (৫০), ৩।
আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২)। ৪। সাবেক ভূমিমন্ত্রী পি.এস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম (৩৮)। ৫। বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ(৪৭), ৬। চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল(৪৮), ৭। বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী (৪৮), ৮। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ আব্দুল মান্নান চৌধুরী (৬৩),৯। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী (৫৫), ১০।সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার
দেব (৪৮),১১। রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফা (৫০),১২।জুঁইদণ্ডী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ ইদ্রিচ (৬০), ১৩।হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন (৪৫), ১৪। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন (৫৫), ১৫। বরুমছড়া ইউপি শামসুল ইসলাম (৬০), ১৬।পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিফুল হক বাবুল(৫০), ১৭। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন হিরু (৫০),১৮।চাতরী পাঁচ সিকদার পাড়া মোজাম্মেল হক (৪৫), পিতা -মোহাম্মদ সোলায়মান,১৯। সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক(৫৮), ২০।উপজেলা যুবলীগের সভাপতি শওকত ওসমান (৪৪), ২১। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নরুল ইসলাম(৪০),২২। চ.দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের (৩৬),২৩।উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক (৫৫), ২৪।উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী (৪৫),
২৫।উপজেলা আওয়ামীলীগের সদস্য জসীম উদ্দিন (৪৫), ২৬।হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম (৫২), ২৭। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস. এম. আলমগীর চৌধুরী (৫৬),২৮।রায়পুর ইউনিয়ন,
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল চৌধুরী (৫২), ২৯। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দোলন মধুমদার (৫৫), ৩০।বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল(৫২), ৩১। এনাম খান (৪০), পিতা-মৃত সোলাইমান, ৩২।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান (৪০), ৩০। বারশত ইউনিয়ন আওয়ামীলীগের আব্দুল মালেক (৫২),৩৪। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী (৪৮), ৩৫।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. এ. রহিম (৪৬), ৩৬। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকবর আলী (৪৬), ৩৭।উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ (88), ৩৮। রাশেদ নেওয়াজ ছুই মেম্বার(৫২), ৩৯। সাবেক রায়পুর ইউপি চেয়ারম্যান আবু সৈয়ন (৬০), ৪০। হাইলধর ইউনিয়নের সিহাব উদ্দিন (৩৫), পিতা- কন্টু মাষ্টার। ৪১। রায়পুর ইউনিয়নের কাজী ইসমাইল(৪৫),পিতা- মো: সোলায়মান,৪২। রায়পুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্না (৩৮),৪৩।উত্তর বন্দরের নুরুল আবছার (৫৭), পিতা-মরহুম জাফর আলী, ৪৪।চাতরী ইউনিয়নের ইরফান আলী (৩২), পিতা-আবুল কালাম,৪৫। চাতরী ইউনিয়নের জমিরুল হক চৌং(৩৮), পিতা-মৃত মোতাহের সওদাগর, ৪৬।রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিয়া হান্নান (৩৮), ৪৭। হাইলধর ইউনিয়নের কাইছার উদ্দিন (৩৪), পিতা- মৃত দেলোয়ার হোসেন, ৪৮।চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়নাল আবেদীন (৪০), ৪৯। বৈরাগ ইউনিয়নের আওমালীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন দস্তগীর (৪৮), ৫০। বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন ৫১।জুঁইদন্ডী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫২),৫২। জুইঁদন্ডী ইউনিয়নের আবু সাদেক (৫৫), পিতা- মৃত: কবির আহমদ,৫৩।চাতরী ইউনিয়নের তারেক আজিজ (৩২), পিতা-মৃত নুরুল আবছার, ৫৪।উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব খান (৪২),৫৫।হাইলধর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ (৪৮), ৫৬।চুন্নাপাড়া গ্রামের আব্দুল করিম(৪০),পিতা - আবুল কাসেম,৫৭। বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম (৫২),৫৮।বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হানিফ (৪৮), ৫৯।গুয়াপঞ্চক গ্রামের রফিক কোম্পানি (৫৮), পিতা- মতিউর রহমান। ৬০।উপজেলা আওয়ামীলীগের ধর্ম বির্ম ষয়ক সম্পাদক হাফেজ কাসেম (৫২),৬১। বারশত ইউনিয়নের সাধারন সম্পাদক ছাবের আহম্মদ (৫২),৬২।পীরখাইনের মোহাম্মদ আসিফ (৪৩), পিতার নাম: আবু মুসলিম,৬৩।উত্তর বন্দরের এমদাদ হোসেন চৌধুরী (৩৬), পিতার নাম: মৃত- ইউনুস চৌধুরী।৬৪।উত্তর বন্দরের মুজিবুর রহমান (৪৭),পিতার নাম: শমসের আলী,৬৫।উত্তর বন্দরের ইসতিয়াল আহমদ চার্লি (৬৪), পিতার নাম: আবুল কাশেম মধু।৬৬।তেকোটা গ্রামের দরফ আলী (৪০), পিতার নাম: জালাল আহমদ,৬৭।পীরখাইন গ্রামের মো: জসীম ঊদ্দিন(৫০),পিতার নাম: সোলতান আহমদ,৬৮।পাঁচ সিকদার বাড়ীর কামরুল হাসান তুহিনকর্তার (২৭),পিতার নাম: আবুল কাসেম,৬৯।পাচ শিকদার বাড়ীর জয়নাল আবেদীন (২৭),পিতার নাম: জাগির আহমদ,৭০।চাতরী ইউনিয়নের শহীদুল আলম সাজ্জাদ (৪৫),পিতার নাম: শামসুল আলম,৭১।হেটিখাইন গ্রামের মো: শাহাব উদ্দিন (৪৫),পিতার নাম: মৃত ফজল আহমদ ৭২।হেটিখাইন গ্রামের শহীদুল ইসলাম দুলু (৪৫),পিতা- পেচু মিয়া,
৭৩.হাইলধর ইউনিয়নের মোহাম্মদ কায়সার (৪৫),পিতার- মৃত সাহেব মিয়া,৭৪।গুজরা গ্রামের মোহাম্মদ মফিজ উদ্দিন (৪৫),পিতার- আনুমিয়া,৭৫. হাইলধর ইউনিয়নের গোলাম নবী (৪৫),পিতার- মুন্সী মিয়া,৭৬। তেকোটা গ্রামের মোহাম্মদ জুয়েজু ল রানা(৩০),পিতার- মৃত ইউসুফ,
৭৭।তেকোটা গ্রামের ছগির আহমদ আজাদ(৫২),পিতা- মৃত ফজল আহমদ,৭৮। তেকোটা গ্রামের মোঃ জয়নাল আবেদীন (৩৪),পিতার- মৃত আহমদুর রহমানমিয়া,৭৯।জুঁইদন্ডী ইউনিয়নের মাহফুজুরজু রহমান(৫০),পিতা- মৃত আব্দুল জব্বার,
৮০। চাতরী ইউনিয়নের নয়ন সরকার(৩০),পিতা- রঘূনাথ সরকার,৮১।হাইলধর ইউনিয়নের সেলিম উদ্দিন(৪০),পিতার- জালাল আহমদ,৮২।চাতরী ইউনিয়নের ফিরোজ আহমদ খান(৪৬),পিতার- মফজল আহমদ খান,৮৩.চাতরী ইউনিয়নের মোঃ জাহেদ(২৮),পিতার- আব্দুল হক,
৮৪।চাতরী ইউনিয়নের এ কে এম সাইফুল্লাহ খান (৪২),পিতার- সাব্বির আহমদ খান,৮৫।সিংহরা গ্রামের ইমরান খান (৩৪),পিতার- আবু সৈয়দ খান,
৮৬।উপজেলা শ্রমিক লীগের সভাপতি মামুনুর রশীদ(৪৯),পিতা- মোহাম্মদ মুছা,৮৭.সদর ইউনিয়নের সন্তোষ চক্রর্বতী (২৮),পিতা- প্রবীর চক্রর্বতী, ৮৮। সদর ইউনিয়নের ইমন নন্দী (২২),পিতা- সুশীল বিকাশ নন্দী,৮৯।সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি উৎফল সেন(৪৫),৯০। গোবাদিয়া গ্রামের আব্দুল মাবুদ চৌধুরী (৪৮),পিতা- আব্দুস সালাম, ৯১।বোয়ালিয়া গ্রামের ফৌজুল মুবিন চৌধুরী (৪৫),পিতা- মাষ্টার আব্দুসব্দু সোবহান,
৯২।বৈরিয়া গ্রামের মাহতাব উদ্দিন চৌধুরী মাসুম (৫৫),পিতা- আব্বাস উদ্দিন চৌধুরী,৯৩। বিলপুর গ্রামের জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর) ৬০,পিতা- জালাল আহমদ,৯৪।বৈরাগ ইউনিয়নের নাছির উদ্দীন (৪৭),পিতা- সৈয়দ আহমদ,
৯৫।চাতরী ইউনিয়নের মাঈন উদ্দিন মনছুর (৪৫),পিতা- মোঃ মুসা,৯৬।ডুমুরিয়া গ্রামের আলী আব্বাস (৪৪),পিতা- শামসুল আলম মিস্ত্রি,
৯৭।ডুমুরিয়া গ্রামের মুজিবুল হক (যুবলীগ ক্যাডার) ৪৩,পিতা- আনুমিয়া,৯৮। রুদুরা গ্রামের মোঃ মিজান (৩২),পিতা- কোরবান আলী
৯৯। রায়পুর ইউনিয়নের মো: নঈম (৩৭),পিতা- মৃত মীর আহম্মদ,১০০।রায়পুর ইউনিয়নের মোঃ নাছির (৩৫),পিতা- নুরুল হক,১০১।রায়পুর ইউনিয়নের এ.কে খান (২৮),পিতা- মোহাম্মদ হোসেন,১০২।রায়পুর বহাদ্দার বাড়ির আবুল হোসেন (৪০),পিতা- মৃত মুবিন আহেম্মদ,১০৩।উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না (৪২),১০৪।উত্তর হাজীগাঁও মোহাম্মদ সাহেদ মেম্বার (৩৭),১০৫। পীরখাইন গ্রামের মোঃ হিরো (২৭),পিতা- আনোয়ারুল কাশেম,১০৬।কেঁয়াগড় গ্রামের অভি দত্ত (৩৮),পিতা- সুদির দত্ত,১০৭। চাতরী ইউনিয়নের মোঃ আলমগীর মুন্সি (৩০), পিতার নাম: নুর সালাম,১০৮। বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির হোসেন (৩৫),১০৯।চাতরী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুরজু রহমান (৪৮),১১০। চাতরী ৫নং ওয়ার্ডে নজরুল ইসলাম (৩২),পিতা- নুরুচ্ছফা মেম্বার।১১১।উত্তর বন্দর গ্রামের আক্তার বক্স(৩৮),পিতার নাম: সোবাহান বক্স (বদনীর ছেলে),১১২. খিলপাড়া গ্রামের রাজীব ভৈমিক প্রঃ টুইন্যা,পিতা- মৃত সুশীল ভৌমিক।
প্রকাশের সময় -৬.১২ পিএম,৮ অক্টোবর ২৪
প্রথম / আরডি