আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি :-
আনোয়ারা সর্দার পাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে প্রথম বারের মত শারদীয় দূর্গা পূজার শুভ সূচনা হয়েছে।
মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত ৯ই অক্টোবর -১৩ অক্টোবর ৫দিন ব্যাপি শারদীয় দূর্গা পূজা ঘট পূজার মধ্যে দিয়ে উদযাপিত করেছে।
দূর্গা পূজার শুভ সূচনা উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠানের পাশাপাশি -তাদের ভিন্ন কিছু আয়োজনের মধ্যে ছিল গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও সনাতনীদের মাঝে গীতা ও গীতা সামগ্রী বিতরণ।
সভাপতি রুবেল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিটু সর্দারের সঞ্চলনায় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি এম এস ট্র্যাভেলস এন্ড ট্যাুরিজম এর চেয়ারম্যান- বিশিষ্ট দানশীল ব্যক্তি সাজু কান্তি দাশ, ধর্মানুরাগী সমাজ সেবক-রাজু কান্তি দাশ,আনোয়ারা উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা রুপন দত্ত, মানবাধিকার কর্মী সুপন সিকদার,ফটিকছড়ি আজাদী বাজার আশার আলো সমবায় সমিতির ম্যানেজার নয়ন নাথ, দানশীল ব্যক্তি মিন্টু কান্তি দাশ, ধর্মানুরাগী -রুবেল দাশ, মন্দিরের উপদেষ্টা হরিপদ দাশ ও অজিত সর্দার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রুবেল দাশ বলেন, অবহেলিত আনোয়ারা সর্দার পাড়া লোকনাথ মন্দির নির্মাণে সকল সনাতনীদের এগিয়ে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাই,যাতে করে আগামী বছর সর্দার পাড়াবাসী এই মন্দিরে প্রতিমা পূজা করতে পারে। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।
দূর্গা পূজার সপ্তমী ও নবমীর দিন বস্ত্র, গীতা ও গীতা সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার সকল সনাতনী উপস্থিত ছিলেন।
প্রকাশের সময় -৮.২৫ এএম,১৫ অক্টোবর ২৪
প্রথম / আরডি