আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :-
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রামের মিনি কক্সবাজার খ্যাত পারকি সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এটি পরিদর্শনে আসেন। এসময় তিনি পুরো সৈকতটি ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ‘দেশে পর্যটন স্পট পারকি সমুদ্র সৈকত বেশ জনপ্রিয়। সৈকতের প্রবেশ সড়ক, সৈকত রক্ষায় বাঁধ, বিদ্যুৎ, পার্কিং ও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থাসহ পারকি সৈকতের উন্নয়নে মাস্টারপ্লান হাতে নেওয়া হবে। আগামীতে জেলা পর্যটন ব্যবস্থাপনার সভাও পারকি সমুদ্র সৈকতের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হবে। করার পরিকল্পনাও রয়েছে। এতে করে পারকি সৈকত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।’
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান, এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন ও আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমনসহ আরো অনেকে।
এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা
( ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, কর্ণফুলী টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর ঘিরে পারকি সৈকত বেশ জনপ্রিয়। পারকি সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হবে।
প্রকাশের সময় -৯.১০ পিএম,১৭ অক্টোবর ২৪
প্রথম / আরডি