ভ্রাম্যমাণ প্রতিনিধি -
বাংলাদেশের হিন্দুদের উপর 'সংখ্যালঘু নিপীড়ন ও নির্যাতন' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ও ২০ অক্টোবর শনি ও রবিবার ভারতের রাঁচিতে অনুষ্ঠিত এটি হয়।
ভারতে সংগঠক "সনাতন সংঘ" সারা বিশ্বে হিন্দুদের ঘরোয়া দাবী জানাতে উদ্যোগী হয়। জাতিগত নির্মূল বন্ধে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নৃশংসতার বিষয়ে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রকাশ করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ থেকে মাইনরিটি ওয়াচ এর সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ মাইনরিটি ওয়াচের অ্যাডভোকেট ঘোষকে ডায়াস করার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি ইচ্ছাকৃতভাবে তার গ্রাউন্ড জিরো তথ্য প্রকাশ করেছিলেন এবং নির্যাতনের প্রমাণও তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় বিভিন্ন স্থান/মন্দির, সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন লাগানো, জোরপূর্বক ধর্মান্তরকরণ, ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক জমি দখল, জমি বাজেয়াপ্ত করা, চাকমা ও প্রান্তিক মানুষদের আক্রমণ করা, হিন্দু হত্যাসহ অসংখ্য ঘটনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি আন্তর্জাতিক সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সম্মেলনে গ্লাভসের প্রায় দুশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রথম / আরডি