স ম জিয়াউর রহমান :
কুমিল্লায় ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতা আটক হয়েছেন। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক সাবেক নেতার নাম মহসিন আলম খান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি চুন্নু মিয়ার ছেলে। তাদের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খানকে পুলিশ আটক করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান। তবে পরিবারের পক্ষ থেকে কোন মামলা নেই বলে দাবি করেন এবং তাকে পাতানো - সাজানো মিথ্যা মামলায় আটক করছে বলে জোর দাবি করেন।
প্রথম / আরডি