ইয়াসির আরাফাত, হাকিমপুর প্রতিনিধি –
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন আওয়ামীলীগ সরকারের মদদে লগি-বৈঠা নিয়ে বিরোধী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছিল তার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা।
হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা মজলিসে শূরা সদস্য, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বাংলা হিলি পাই স্কুল এন্ড কলেজে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমীর মোঃ আনোয়ারুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা মুহাদ্দিস ড. এনামুল হক,উপাধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম, বিভাগীয় সেক্রেটারি, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা।
এছাড়াও হাকিমপুর উপজেলার পৌর, ও ইউনিয়ন জামায়াতের অসংখ্য নেতাকর্মী দলে দলে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য সমবেত হোন।
অনুষ্ঠানে বক্তারা বিগত আওয়ামীলীগ সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি দমন-পীড়ন সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা র অমুসলিম শাখার সদস্যরাও তাদের বক্তব্য তুলে ধরেন।
মহান আল্লাহর নিকট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং ইসলামী আন্দোলনে শহীদদের প্রতি দোয়া ও মাগফেরাত কামনা করে শান্তিপূর্ণভাবে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রথম / আরডি