আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার
দিনাজপুরের ঘোড়াঘাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় ঘোড়াঘাট উপজেলা যুবদলের আয়োজনে ৩নং সিংড়া ইউপি পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান মায়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হাকীম দুলু, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসমী, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, মাসুদ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল রাজী রাজীব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল সরকার, সদস্য সচিব শাহ নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক পারভেজ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম প্রমূখ।
এ সময় বক্তারা দেশের কল্যাণে যুবদলের বিভিন্ন আন্দোলন সংগ্রামের অবদান ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও বিএনপির অঙ্গ সংগঠনের সদস্য বৃন্দ।
প্রথম / আরডি