আব্দুর রাজ্জাক – দিনাজপুর প্রতিনিধি –
২৮ অক্টোবর ২০০৬ সালের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ৪ টায় ঘোড়াঘাট গাইবান্ধা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা শাখার আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও পৌর শাখার আমীর আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়বে আমীর ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র শিবিরের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার নায়েবে আমীর আজিজার রহমান, সেক্রেটারী মো. আল ইমরান, ঘোড়াঘাট পৌর শাখার সেক্রেটারি এবাদুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠা, দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত, বিএনপি, ছাত্র শিবির সহ তৌহিদী জনতার ওপর নৃশংস মামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ কে বিচারের আওতায় আনার দাবি জানান। আলোচনা শেষে শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথম / আরডি