ইয়াসির আরাফাত, হাকিমপুরঃ
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুরের নবাগত জেলাপ্রশাসক মোঃ রফিকুল ইসলামের উপস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারমূল্য সহনীয় রাখা ও সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে হাকিমপুরের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ,আমদানীকারক ও সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় দ্রব্যমূল্যের বাজার সহনীয় রাখতে উপস্থিত সকলে নিজ নিজ মতামত ব্যাক্ত করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিয়া,
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ও সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাকিমপুর উপজেলা আমীর আমিনুল ইসলাম, আমদানীকারক আলহাজ্ব মোঃ শহীদ সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম / আরডি