মো আবদুল করিম সোহাগ-ঢাকা :-
দেশের বড়পর্দায় ফের উৎসবমুখর পরিবেশ। সিনেমহলগুলো নতুন রূপে সাজছে। কেননা মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’।
নির্মাতা মামুন জানান, “সারাদেশের দর্শকদের মাঝে দারুণ সাড়া পেয়েছি। এমনকি বিদেশেও সিনেমাটি নিয়ে উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। আশা করছি, দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।” স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, বসুন্ধরা শাখায় প্রথম দিনের টিকেট আগেই বিক্রি শেষ, চাহিদা অনুযায়ী শো’র সংখ্যা বাড়ানো হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থনৈতিক মন্দার মধ্যে শাকিব খানের ছবি মুক্তি প্রেক্ষাগৃহগুলোকে আবারও প্রাণ দেবে। ঢাকার বাইরে বন্ধ থাকা অনেক প্রেক্ষাগৃহও ‘দরদ’কে কেন্দ্র করে পুনরায় খোলা হয়েছে।
ইফতেখার উদ্দিন নওশাদ জানান, শাকিব খানের বড় ফ্যানবেসের কারণে তার ছবি মুক্তি হলে প্রেক্ষাগৃহ মালিকরা উপকৃত হন।
ঈদ কিংবা বড় কোন উৎসব ছাড়া শাকিব খানের ছবি মুক্তিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টরা। তাই, সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও শাকিব খানের ছবিটিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকার বাইরে বন্ধ থাকা হলগুলো ঝেড়ে মুছে ফের দুয়ার খুলছে শাকিব খানের চলচ্চিত্রটিকে কেন্দ্র করে।
তবে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’ শুধু দেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশটি দেশে একযোগে।
এক বউপাগল প্রেমিক চরিত্র ‘দুলু মিয়া’ রূপে ‘দরদ’-এ হাজির হচ্ছেন শাকিব। তার সঙ্গে এ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে তাকে।
প্রথম / আরডি