আব্দুর রাজ্জাক- সিনিয়র রিপোর্টার -
জামালপুরের সদর থানার, মহেষপুর কালিবাড়ী বাজারে গত (১৪ নভেম্বর) সকাল অনুমান ০৯.৩০ মিনিট সময়ে কালী মন্দিরে মূর্তি ভাঙচুর করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, উক্ত মন্দিরে ৬ টি কালীমুর্তি ছিল যাহাতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর জৈষ্ঠ্য মাসে কালীপুজার সময় আরাধনা করে আর বছরের অন্যান্য সময় কোন পুজা হয়না কিন্তু প্রতিমা মন্দিরে রক্ষিত থাকে। এমতাবস্থায় ঘটনার দিন ও সময়ে এক যুবক একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মুর্তি ভাঙ্গার অস্ত্র পাতি নিয়ে মন্দিরে অনধিকার প্রবেশ করে মন্দিরে থাকা ৬ টি মুর্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করে এসময় আশেপাশে থাকা লোকজন ঘটনা দেখতে পেয়ে যুবককে আটক করে ও থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেফাজতে নেয় আর যুবকের কাছে থাকা অস্ত্র ১টি বটি, ১টি দা,১টি চাপাতি,১টি মোবাইল ফোন জব্দ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
উক্ত ঘটনার বিষয়ে, মৃত পেরি মোহন বর্মনের পুত্র শ্রী জীবন চন্দ্র বর্মন (৫১) বাদী হয়ে যুবককে আসামি করে, ২৯৫,২৯৭, ধারায় একটি মামলা দায়ের করেন মামলা নং ২২/৬৩০। তারিখ ১৪ নভেম্বর ২০২৪।
আসামি যুবক হলেন, সদর থানার কাশারু পাড়ার মৃত জায়তুল্লাহ সরকারের পুত্র মোঃ জাকির হোসেন বাবু (২৯)।
বি ডি এম ডাব্লুর সভাপতি ধর্মীয় অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রথম / আরডি