প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৫:২৮ এ.এম
লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানিয়েছে, গত ২ আগস্ট আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তি।
ওই মামলার ৮২ নম্বর আসামি জিয়াবুল হোসেন। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
লোহাগাড়া থানার পুলিশ কর্মকর্তা আব্দুল মোমেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জিয়াবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত