আব্দুর রাজ্জাক -সিনিয়র রিপোর্টার -
দিনাজপুরের ঘোড়াঘাটে হায়দারনগর নামক স্থানে আঞ্চলিক মহাসড়কে আজ দুপুর অনুমান ১ টায় কাভার্ডভ্যান ধাক্কায় ভ্যানচালক নিহত, ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
ঘটনা সুত্রে সূত্রে জানা যায়,বুধবার আজ (২০ নভেম্বর) দুপুর ১টায় ভ্যানচালক উপজেলা রাণীগঞ্জ বাজার থেকে সিমেন্টের খুটি ও ২ জন যাত্রীকে নিয়ে নিজ গ্রাম কুচের পাড়ার উদ্দেশে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রওনা হন, উপজেলার হায়দারনগর নামক স্থানে পৌছামাত্র মহাসড়ক দিয়ে বগুড়া থেকে আসা বিপরীতমুখী একটি দূরন্ত লেখা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হন, আর যাত্রী ২ জন গুরুতর ভাবে আহত হয়, খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ভ্যান চালকের মরাদেহ উদ্ধার করে এবং আসেপাশে থাকা লোকজন আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে এস আই রুহুল আমিনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ও কাভার্ডভ্যানটি জব্দ করে লাশ উদ্ধারসহ থানায় নিয়ে যায়।
নিহত ভ্যানচালক উপজেলার কুচেরপাড়ার নুরু বক্তের পুত্র ইউসুফ আলী (৪৫), আহতরা হলেন একই গ্রামের মৃত কাজেম উদ্দিনের পুত্র সুরুজ্জামান (৭০),পাষান আলীর পুত্র মোহাম্মদ আলী (৩৫)।
ঘটনাস্থল পরিদর্শন কারি অফিসার এসআই রুহুল আমিন জানান,কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, মৃতদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়, কাভার্ডভ্যানের ড্রাইভার হেলপার পালাতক রয়েছে। এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
প্রথম / আরডি