আব্দুর রাজ্জাক -সিনিয়র রিপোর্টার :-
নেত্রকোনার দুর্গাপুরের হারিয়াউদ গ্রামের মৃত রবিত রংদীর মেয়ে চৈত্রী রংদী (৩৮) গৃহবধূ এর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়,গত (২০ নভেম্বর ২০২৪) রাত অনুমান ১১ টার সময় গৃহবধূর বসত ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে এসময় গৃহবধূর ডাক চিৎকার সুনে তার মা চম্পা রংমা ঘটনাস্থলে আসে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে এ সুযোগে গৃহবধূ পালানোর চেষ্টা করলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে, তখন মা মেয়ের আত্মচিৎকারে আসেপাশের লোকজন আসিতে থাকলে ধর্ষণের চেষ্টা কারী দ্রুত পালিয়ে যায়, পরে স্থানীয়রা ভিকটিমদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেয়।
ভিকটিম চৈত্রী রংদী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত (২২ নভেম্বর)রে ধর্ষণের চেষ্টা কারী একই গ্রামের মওলানা আনছার উদ্দিনের পুত্র একলাছ উদ্দিন (২৮)কে আসামি করে থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মামলা নং ১৯/ ২৬১।
ভিকটিম জানান আমার বাবার মৃত্যুর পর আমার মা একাই থাকে আমাদের জমাজমি আছে আমি আমার বাবার বড় মেয়ে হিসেবে আমি জমাজমি দেখাসোনা করি জমির ধান কাটার জন্য আমি আমার বাবার বাড়ীতে আসেছি বাড়ীতে কোন পুরুষ মানুষ নাথাকায় সেই সুযোগে আসামি ঘরে ঢুকে ঘটনা ঘটায়, আরও জানান ইতি পুর্ব থেকে আসামি আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় কুপ্রস্তাবসহ হুমকি ধামকি দিয়ে আসছে, আসামি একজন মৎ সেবন কারি নেশা খোর।
বি ডি এম ডাব্লুর সভাপতি থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান আছে।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত অপরাধীকে বিচারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রথম / আরডি