আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৫৩ গ্রাম গাঁজাসহ নাসির ওরফে পানি নাছিরকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মাদপুর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত নাসির বৈরাগ ইউনিয়নের মোহামাদপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে মদ, গাঁজা ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, "গাঁজা বিক্রি করার খবর পেয়ে শনিবার রাত ৯টার দিকে আর্মি ক্যাম্পের টহল দল ঝটিকা অভিযান করে আসামিকে ২৫৩ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, "আসামিকে মাদক আইনে আদালতে সোপর্দ করা হবে।"
প্রথম / আরডি