বিনোদন প্রতিবেদক :
২৩ নভেম্বর, শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের তৃতীয় তলায় ফেন্সি স্কিন কেয়ারের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। দর্শকপ্রিয় মডেল ও উপস্থাপক নিরব, মডেল জেরিন জারা খান ও সঙ্গীতশিল্পী অন্তর রহমান ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেন্সি স্কিন কেয়ারের কর্ণধার ফেন্সি ফ্রান্সিসকা সুমের ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আরজে নিরব উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন, ফেন্সি স্কিন কেয়ারের প্রতিটি পণ্য গুণগত মানসম্পন্ন এবং আমি বিশ্বাস করি সকল স্বাস্থ্য সচেতন তরুণ – তরুণীর আস্থার জায়গা হতে পারে।
সুন্দরী মডেল জেরিন বলেন, আমি ফেন্সির প্রায় সকল পণ্য ব্যবহার করি। আমার ভক্ত ও শুভাকাঙ্খীদের বলবো পণ্যগুলো ব্যবহার করে দেখতে। ক্রেতাদের বিশ্বস্ততা রক্ষায় সর্বদা সচেষ্ট ফেন্সি স্কিন কেয়ার।
ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা ফেন্সি ফ্রান্সিসকা সুমের জানান, গেল আট বছর ধরে অনলাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছি। এখন থেকে নতুন আউটলেটে এসে ক্রেতারা পণ্যগুলো সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।
জানা যায়, ফেন্সি স্কিন কেয়ারের পণ্যের মধ্যে রয়েছে নাইটক্রিম, হেয়ার এসেন, সেরাম এসেন, লিকুয়েড এসেন ও ওয়েট লস জাতীয় বিভিন্ন ধরণের পণ্য। সিগনেচার আইটেমের মধ্যে আছে জেনিসং ইন ক্রিম, কেটি ক্রিম আর সি সি ক্রিম, কেটি বস সিরাম।
প্রসঙ্গত, রাজধানীর সীমান্ত সম্ভারে ফেন্সি স্কিন কেয়ারের আরও একটি শোরুম রয়েছে। গত ২ আগষ্ট শোরুমটির যাত্রা শুরু হয়। পাশাপাশি রাজধানীর বাইরে রাঙামাটি ও খাগড়াছড়িতে ও একটি শোরুম শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে।
প্রথম / আরডি