আব্দুর রাজ্জাক- সিনিয়র রিপোর্টার - দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারি চালিত অটো ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউপির লোহারবন্দ গ্রামের একটি আম বাগান থেকে অটোভ্যান চালককের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালক সংখ্যালঘু সম্প্রদায়ের ভরত চন্দ্র দাস (৫৫) উপজেলার কালুপাড়া (পিটুলিগাছা) গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২ ডিসেম্বর )সোমবার বিকেলে ভরত চন্দ্র জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাত্রে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ খবর পাননি। পরেরদিন মঙ্গলবার ভোর বেলা কায়ছারুল ইসলাম নামে এক ব্যক্তি আম বাগানে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে সুরুতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত্রে অন্য কোন এক জায়গায় হত্যা করে পরে তার লাশ এখানে দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন পুলিশ।
এ হত্যাকাণ্ডে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উক্ত ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৩। তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।
প্রথম / আরডি