মো আবদুল করিম সোহাগ -সাভার ঢাকা
ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে সাভার বাজার রোড এলাকার সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে আসলেও রিকশা চালকদের যেনো কিছুতেই কিছু যায় আসে না। পুলিশও থাকে নির্বিকার। এতে করে দিনে দিনে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে।
লামা বাজার মোড় থেকে একটি রাস্তা সাভার বাজার রোড দিয়ে হয়ে আড়াপাড়া রশিদ মেম্বার এর মোড় গিয়ে মিলিত হয়েছে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকার জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটির প্রবেশমুখ অসংখ্য ব্যাটারি রিকশার দখলে থাকে। রাস্তার মোড় দখল করে এতো বেশি রিকশা দাঁড়িয়ে থাকে যে, গাড়ি বা সিএনজি টেক্সি তো দূরের কথা পায়ে হেঁটে পথ চলাও কঠিন হয়ে উঠে। সাভার বাস স্ট্যান্ড বাজার রোডে গলির মুখের এই জটলার চাপ ঘটে।
রাস্তার মোড় দখল করে তারা যাত্রী হাকানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে কথা কাটাকাটিসহ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলেও রিকশাচালকেরা থাকে সংঘবদ্ধ এবং নির্বিকার।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারি রিকশাগুলো শৃঙ্খলা বজায় রেখে চলাচল করলে কোন সমস্যা ছিল না। কিন্তু তাদেরকে শৃঙ্খলায় ফেরানোই কঠিন। স্থানীয়রা পুলিশ প্রশাসনের প্রতি উপরোক্ত দুইটি গুরুত্বপূর্ণ মোড়ে ব্যাটারি রিকশার শৃঙ্খলা ফেরানোর আবেদন জানিয়েছেন।
প্রথম / আরডি