মো আবদুল করিম সোহাগ -ঢাকা
সত্য ঘটনা অবলম্বনে প্রিয় মালতি সিনেমাটি পর্দায় তুলে এনেছেন শঙ্খ দাশগুপ্ত।
এটি তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা। যে সিনেমায় মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন তিনি। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
‘প্রিয় মালতী’র মুক্তি সামনে রেখে রোববার রাতে গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নির্মাতা, প্রযোজকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীনও। সেখানে একই সঙ্গে উপস্থাপিকা ও অতিথির ভূমিকা পালন করেন তিনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী।
ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে মেহজাবীনকে। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল না একসময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাঁকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয়ের দক্ষতা। দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হওয়ার আগমুহূর্তে এভাবেই নিজের ক্যারিয়ারের শুরুর গল্পগুলো বলছিলেন মেহজাবীন।
শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। চরিত্রটিকে সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছে সে। সিনেমা নিয়ে পরিচালক বলেন, সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।
তাঁর ভাষ্যে, ‘সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রামগুলো শুধু তার একার নয়, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়।
প্রথম / সো