মো আবদুল করিম সোহাগ -ঢাকা :-
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে সেটিই বলেছেন। সরকার যতদ্রুত সম্ভব নির্বাচন দেয়ার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে; এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কী হতে পারে?
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন ২০২৫ এর ডিসেম্বর বা ২৬ এর ৩০ জুনের মধ্যে নির্বাচন। সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন। এখন তো আগাম দিন তারিখ বলা সম্ভব নয়। এটা সরকারের কাজও নয়, এটা ঠিক করবে নির্বাচন কমিশন। তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ারে। সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা।
প্রথম / সো