আব্দুর রাজ্জাক- সিনিয়র রিপোর্টার :-
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
" জ্ঞান বিজ্ঞানে করবো জয়“ সেরা হবো বিশ্বময়“ দিনাজপুরের ঘোড়াঘাটে এই প্রতিপাদ্য নিয়ে ১৩ ও ১৪ জানুয়ারী ২দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও যাদুঘর এর তত্ত্বাবধানে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাদেকুর রহমান প্রমুখ।