উৎফল বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ও অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্ট সহযোগিতায়
বান্দরবানে শীতবস্ত্র- খাদ্য ও শিক্ষা সামগ্রী দান ও বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১৭ জানুয়ারী বান্দরবান জেলার প্রান্তিক লেক শান্তমিত্র ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক শান্তমিত্র ভিক্ষুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, প্রাক্তন সভাপতি অপু বড়ুয়া, সহসভাপতি কর আইনজীবী বুলবুল বড়ুয়া, সুমন বড়ুয়া বাপ্পি, সহ সাধারণ সম্পাদক জনি বড়ুয়া, অলক বড়ুয়া, শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক শিমুল কান্তি বড়ুয়া, সচিব লায়ন সুমন বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক এস সুদত্ত বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক জাতক বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক সুরমা চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক পলাশ বড়ুয়া, সহ অর্থ সম্পাদক অভিক চৌধুরী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক শংকর বড়ুয়া, সদস্য রাসেল বড়ুয়া, রাজু বড়ুয়া বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তন্চঙ্গা প্রমুখ।
প্রথম / উৎ