আব্দুল করিম সোহাগ –
গীতিকার সুহেল খানের কথা ও সুরে কণ্ঠশিল্পী মুক্তা সরকারের নতুন গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘তুই বড় নিদয়া বন্ধুরে’। গানটির সংগীত আয়োজন করেছেন রোহান।
এসএলকে মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হয়েছে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে মুক্তা সরকার বলেন, গানের কথা গুলো খুব সুন্দর। সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। সবার কাছেও ভালো লাগে বলে বিশ্বাস করি।
সুহেল খান বলেন, সামনে বেশ কিছু নতুন গান নিয়ে আসছি। গানের কাজ গুলো চলমান রয়েছে। আমাদের সঙ্গেই থাকুন।