আবদুল করিম সোহাগ
সময়ের আলোচিত নাট্যকার ও অভিনেতা হেদায়েত তুর্কী সম্প্রতি দশটি নাটকের শুটিং শেষ করেছেন। ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত বিভিন্ন শুটিং হাউজে এই নাটকগুলোর কাজ শেষ হয়। নাটকগুলো বাংলা ব্যাকড্রপ টিমের ব্যানারে নির্মিত হয়েছে এবং এতে বৈচিত্র্যময় গল্প ও চরিত্র তুলে ধরা হয়েছে।
নির্মিত নাটকগুলোর তালিকা
১. আগে হানিমুন পরে বিয়ে
২. বাপ বেটার হানিমুন
৩. মাথা গরম গার্লফ্রেন্ড
৪. ফাইটার
৫. ডিটেকটিভ রাজ
6. বাবা মায়ের বিয়ে
৭. ভাগের প্রেম
৮. সবার উপরে শাশুড়ী সত্য
হেদায়েত তুর্কী নিজে কয়েকটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
বাপ বেটার হানিমুন
বাবা মায়ের বিয়ে
ডিটেকটিভ রাজ
বিশেষ কাজ
এছাড়া এসএপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত দুটি নাটকেও তিনি অভিনয় করেছেন।
গার্লফ্রেন্ডের বাইক (রচয়িতা: হেদায়েত তুর্কী)
এই ঘর এই সংসার (রচয়িতা: সোহেল রানা, পরিচালনা: মোঃ আব্দুল্লাহ আল মামুন)
সহশিল্পীদের তালিকা
নাটকগুলোতে আরও অভিনয় করেছেন তন্ময় সোহেল, সবুজ আশরাফ সুপ্ত, মিহি, মিম, রিপন খান, আঁখি চৌধুরী, সামসুল আলম, নাবিলা চৌধুরী, শেখ ফরিদ পলক, আশিফুর রহমান পলক, পারভেজসহ অনেকে।
নাটকের বৈচিত্র্য
নাটকগুলো কমেডি, সিরিয়াস এবং গোয়েন্দা কাহিনী নিয়ে নির্মিত। গল্পের বৈচিত্র্য ও অভিনয়ের দক্ষতার মাধ্যমে এগুলো দর্শকদের বিনোদন দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
প্র/ সো