আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ এর জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)৷ইউনিয়ন পরিষদে (ইউপি) দীর্ঘদিন উপস্থিত না থাকায় ৮ জন ইউপি চেয়ারম্যানদের স্থলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা হলেন বৈরাগ, বারশত, বারখাইন,আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার এবং রায়পুর, বরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোছাইন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আটটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে যা আগামীকাল (৩০) জানুয়ারি বৃহস্পতিবার এই চিঠির কার্যকর হবে।
উল্লেখ্য আনোয়ারা উপজেলার ১১ ইউপি চেয়ারম্যানরা ৫ আগস্টে সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যায়। এরপর তাদের বিরুদ্ধে মামলাও হয়।বিভিন্ন কারনে ইউনিয়ন পরিষদে অনুপস্থিতিতে পরিষদে জনসেবাসহ সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমান ভোটার হালনাগাদ করতে পরিষদে প্রয়োজনীয় কাগজপত্র নিতে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে জনসাধারণ।এমনকি জন্ম নিবন্ধন,ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
প্র/ আরডি