আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে পথচারীদের নির্বিঘ্নে চলাচল ও সৌন্দর্য বাড়াতে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে আনোয়ারার চাতরী ট্রাফিক পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।এ সময় ফুটপাতে অবৈধভাবে ভাসমান দোকান ও স্থায়ী দোকানের মালামাল ফুটপাতের ওপর সাজিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৬ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, পথচারীদের নির্বিঘ্নে চলাচল ও সৌন্দর্য বাড়াতে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ চালানো হয়েছে। এইখানে সিএনজি অটোরিকশা স্টেশনের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে। অভিযান শেষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে অবৈধ দখলদার, ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করা হবে।