আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও শিক্ষিকা আয়েশা আকবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুজন কান্তি পাল। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মিতা দে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা।
প্র/ আরডি