চট্টগ্রাম প্রতিনিধি –
চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ ফেব্রুয়ারী ) শুক্রবার এই কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বি এন পির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক এডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন রশীদ সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোঃহেলাল উদ্দীন,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মে: ইদ্রিস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন সহ কেন্দ্রীয়,জেলা,উপজেলা বি এ ন পি অঙ্গ সহযোগী সংগঠন এর সহস্রাধিক নেতাকর্মী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির নবগঠিত আহবায়ক কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা কমিটি ঘোষণা করার পর দক্ষিনের সব সাংগঠনিক উপজেলার নেতৃবৃন্দ নিরবিচ্ছিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে জানান কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন,
ঢাকায় শহীদ জিয়ার সমাধিতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি দক্ষিণ জেলা বি এন পির ঐক্যবদ্ধতার এক অনন্য অনুপ্রেরণা। তিনি সবাইে ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ইনশাআল্লাহ হাতে হাত রেখে এগিয়ে যাব একসাথে আগামীর পথে। প্রিয়নেতা তারেক রহমানকে উপহার দিব। ঐক্যবদ্ধ অনন্য এক চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পি।