আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এর এই মাঠেই ১৯৭৯ সালে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯৬ সালে এসেছিলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই ইতিহাসের স্বাক্ষী এই মাঠেই আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত সমাবেশ।
তাছাড়া দীর্ঘদিন পর আনোয়ারায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ জেলা বিএনপির বিশাল জনসভা। জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। চলছে বিরামহীন পচার প্রচারণা, ইতিমধ্যে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা।
দীর্ঘদিন পর দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ডাকা এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আনোয়ারা উপজেলা বিএনপি এবং সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। জনসভাকে স্মরণীয় করে রাখতে বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে দক্ষিণ জেলা ও আনোয়ারা উপজেলা বিএনপি।
আগামীকাল অনুষ্ঠিত হওয়া জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সঞ্চালনায থাকবেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জনসভাকে ঘিরে আনোয়ার উপজেলা বিএনপি তথা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উজ্জীবিত। এই জনসভা হবে আনোয়ারায় স্মরণকালের বৃহৎ জনসভা। নেতাটা আশা করছে এই জনসভায় প্রায় ৪০ হাজারের বেশি লোকের সমাগম হবে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ।
প্র/ আরডি