ইয়াসির আরাফাত, হাকিমপুর প্রতিনিধিঃ
হাকিমপুর থানা পুলিশের আয়োজনে ২৬ ফেব্রুয়ারী বুধবার দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন এর উপস্থিতিতে হাকিমপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন,হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এছাড়াও হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম, থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ অংশ নেন।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বানু,
২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলাম ও অন্যান্য ইউপি প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার গণসহ হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীগণ।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন মেজর সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশ সুপার সকল ধরনের অপরাধ, সামাজিক অবক্ষয় এবং শান্তিশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণে পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত অন্যান্য বক্তাগণ সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় সম্পর্কে নিজ নিজ মতামত ব্যাক্ত করেন।
প্র/ দি