উৎপল বড়ুয়া – সিলেট
সিলেটের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা
শনিবার ১ মার্চ সকাৱ ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিলুর রহমান, মাননীয় উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয় ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, অ্যাটার্নি জেনারেল, মোহাম্মদ তাজুল ইসলাম, চীফ প্রসিকিউটর (অ্যাটার্নি জেনারেল), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এহসানুল হক সমাজী, স্পেশাল প্রসিকিউটরিয়াল এডভাইজার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,মোঃ মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজিপি, সিআইডি। সভাপতি হিসেবে কর্মশালাটি সঞ্চালনা করেন নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন খান মো: রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান, সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ।