তরুণ বিশ্বাস - কোলকাতা
২রা মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় বিপ্লবী মাষ্টারদা সূর্যসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন উদ্বোধনী সংগীত মুক্তির ও মন্দির ও সোপান তলে সুরের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন রায় বিশ্বাস এর সভাপতিত্বে ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রীতি সন্মেলন ও মিলন মেলা কমিটির সভাপতি সুনীল সরকার ও পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সঞ্জয় চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।কলকাতা "নিরঞ্জন সদন মঞ্চে" সারাদিন ব্যাপী নানান আয়োজনে চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ৬৬ তম প্রীতি সন্মেলন ও মিলন মেলায় গুনীসংবর্ধনা,কৃতি ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা, কথা,কবিতা,আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। লক্ষ্যনীয় দৃশ্য হলো চট্টগ্রাম পরিষদ পশ্চিমবঙ্গের বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে আগত প্রাণোচ্ছ্বল সদস্যরা মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে।